হামলার ঘটনায় গোপালগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি

হামলার ঘটনায় গোপালগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি

শেয়ার করুন

Screenshot (260)
।। চৌধূরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ ।।

চিকিৎসকদের উপর হামলা ও মারধরের ঘটনায় গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট
জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্নি
চিকিৎসকরা। গতকাল রাতে হাসপাতালে রোগী দেখতে দেরি হওয়ায় তাহমিদ আঞ্জুম
আবীর ও আলমগীর হোসেন নামে দুই ইন্টার্নি চিকিৎসককে পিটিয়ে আহত
করেছে রোগীর স্বজনরা। ঘটনার সাথে জড়িত পলাতক অন্য দোষীদের গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার সকালে এক জরুরী বৈঠকে
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ননী চিকিৎসক পরিষদ। এ
ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, ডাক্তার তাহমিদ আঞ্জুম আবীর এর নারী
কেলেঙ্কারীর ঘটনা মোবাইলে ধারন করে রোগীর স্বজনরা। এতে চিকিৎসক তাহমিদ
আঞ্জুম আবীরের সাথে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ওই
চিকিৎসক মোবাইলটি ভেঙ্গে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে বাজু‌নিয়া গ্রা‌মের আমিনুল
ইসলাম ও তার লোকজন চিকিৎসকদের বেদম মারধর করে। এসময় তাদের চিৎকারে
সহকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। করোনাকালিন
অতিমারীর সময় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এহেন ঘটনায় দোষীদের
দৃষ্টান্তমূলক শাস্তি ও নিন্দা জানিয়ে দ্রুত কর্মস্থলে যোগদানের জন্য
চিকিৎসকদে প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।