খুলনায় ঈদুল আযহাকে সামনে রেখে কর্মহীন নিম্ম মধ্যবিত্ত ঈদের স্বপ্ন নেই

খুলনায় ঈদুল আযহাকে সামনে রেখে কর্মহীন নিম্ম মধ্যবিত্ত ঈদের স্বপ্ন নেই

শেয়ার করুন

 

khulna pic -2

।। মো:আতিয়ার রহমান, খুলনা ।।
খুলনা শহরের ঈদুল আযহাকে সামনে রেখে মহামারী করোনাকে উপেক্ষা করে মৃত্যুর
ঝুঁকি মাথায় নিয়ে শহর জুড়ে দৈনন্দিন খেঁটে খাওয়া অভাবী মানুষেরা
কর্মসন্ধানের তাগিদে দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছে।
গত ঈদুল ফিতরের পর থেকে খুলনা বিভাগে করোনা সংক্রামনের হার বৃদ্ধি পাওয়ার
কারণে খুলনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দফায় দফায় লকডাউন
দেওয়ার কারণে নিম্ন মধ্যবিত্ত মানুষেরা কর্মহীন ভাবে অতিকষ্টের মধ্যে দিন
যাপন করছে বলে নগরীর অধিকাংশ দৈনন্দিন খেঁটে খাওয়া মানুষদের অভিযোগ।
‘আমাদের বেঁচে থাকার জন্য যে কোন উপায়ে কাজ করে পরিবারের সদস্যদের
খাবারের যোগান দিতে হয়। তাছাড়া আমরা কাজ না করলে আমাদের বেঁচে থাকার
অবলম্বন কোথায়!
আমাদের সংসার চালাতে লাগে প্রতিদিন চার থেকে পাঁচশত টাকা। সেই ক্ষেত্রে
যদি আমাদের মতন গরীব মনুষদের লম্বা সময় ধরে কাম কাজ বন্ধ থাকে তাহলে
আমাদের পরিবার নিয়ে নাখেয়ে মরতে হবে।এ খন আমাদের করোনা থেকেও
অনাহারে মৃত্যুর ভয় বেশী।’

নগরীর শের এ বাংলা রোডের একজন রাজ মিস্ত্রী রমজান
আলী (৩৫) বলেন, ‘সামনে কয়দিন পরেই কোরবানীর ঈদ ঘরে খাবার নাই, আমার
দুইজন সন্তান আছে তাগোর মুখের দিকে তাকাইতে পারি না।
এত দিন ধারদেনা করে সংসার চালাইছি। এখন লকডাউন আর পুলিশকে ভয় করে লাভ
নাই। ঈদ আসার আগের এই কয়দিনে ছুটা ছাটা কাম কাজ যা পাই সেইডা
করে অন্তত্য ঈদের দিন পরিবারের মানুষদের মুখে একটু হলেও খাবারের ব্যবস্থা করতে
পারব।’

অন্যদিকে সকল মার্কেট শপিংমল বন্ধ থাকার কারণে দুঃশ্চিন্তার মধ্য দিয়ে
দিন কাটছে দোকান কর্মচারীদের। খাঁনজাহান আলী হকার্স মার্কেটে ইলা
শাড়ী হাউজের কর্মচারী মোঃ আলমগীর (৪০) বলেন, ‘গত বছর থেকে শুরু করে
আমাদের দোকান মালিকরা বারবার লকডাউন দেওয়ার কারণে ঠিকমত দোকান খুলে
ব্যবসা করতে পারতেছে না।
দোকান খুলে বেঁচা বিক্রি করতে না পারলে আমরাও ঠিকমতন বেতন পাচ্ছিনা।’
শহরের মতন জায়গায় বাসাভাড়া দিয়ে সংসার চালাইতে খুবই কষ্ট হচ্ছে। তারপরে
সামনের কোরবানীর ঈদ সবাইতো কম বেশী আশায় থাকে সাধারণত সকল
ব্যবসায়ী মালিকরা বছরে দুই ঈদকে সামনে রেখে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান
ও ব্যাংক থেকে ঋণ নিয়ে পর্যাপ্ত পরিমাণে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাল মজুদ
করা হয়।
তবে ঈদের মাত্র হাতেগোনা অল্প কয়েকদিন বাকী এখনই আমাদের মার্কেট
শপিংমলগুলিতে ক্রেতাদের নিকট পণ্য বিক্রি করা মোক্ষম সময়। এই মুহুর্তে যদি
মহাজনরা দোকান খুলতে না পারে তাহলে মালিকরাতো ক্ষতিগ্রস্থ
হবেই।পাশাপাশি আমারা যারা দোকান কর্মচারী আমরাও বেতন বোনাস না
পেয়ে ঈদের সময় পরিবার নিয়ে অসহায় হয়ে পড়বো বলে দুঃখ প্রকাশ করেন। খুলনা

কে,ডি,এ নিউ মার্কেট সহ খুলনা শপিং কমপ্লেক্স, রেলওয়ে বিপনী বিতান,
জলিল টাওয়ার, মশিউর রহমান মার্কেট, হাজ্বী এ মালেক চেম্বার, আকতার চেম্বার
সহ অন্যান্য মার্কে গুলির মালিক সমিতির কর্মকর্তাদের সংগে সাক্ষাতে কথা
বলতে না পারায়।
খুলনা আক্তার চেম্বারের মালিক সমিতির সভাপতি মোঃ শসের আলী মিন্টু
সাহেবের সাথে তা মুঠো ফোনে আলাপ করে সার্বিক বিষয় জানতে চাইলে
তিনি জানান।এমান সময় দেশে মোহামারী কোরনার ক্রান্তি লগ্নে খুলনা
বিভাগ সব থেকে বেশী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু আমরা যে সকল
সাধারণ ব্যবসায়ীরা আছি সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।সাথে
প্রতিটা প্রতিষ্ঠানের যে সকল কর্মচারীরা আমাদের জীবন জীবিকার একটি
অংশ হয়ে জড়িয়ে আছে তাঁদেরকেও বর্তমান পরিস্থির মধ্যেও চালিয়ে নিতে
কষ্টকর ব্যপার হয়ে দাঁড়িয়েছেু
খুলনা শহরের বেশ কিছু শপিং মল ও মার্কেটের কতিপয় কিছু দোকান
কর্মচারীগণ তাঁদের কষ্টের কথা প্রকাশ করে বলেন। আমরা দোকান কর্মচারীরা
আহামরি তেমন বেশী বেতন পাইনা।আর যেটুকুই পাই সেই বেতন দিয়ে
পরিবার নিয়ে কোন রকম জীবন ধারণ করতে হয়। চাহিদা মতন আমাদের ভাল কিছু
মনে চাইলেও আমাদের সাধ্য মতন শখ পূরণ করতে পারিনা তার পরেও দ্রব্য মূল্যের
উর্ধ্বোগতি।এই অবস্থার মধ্যেও অনেক দোকান মালিকরা কর্মচারীদের বেতন
অর্ধেক দিয়ে বলেন এর বেশী বেতন দিতে পারব না। ইচ্ছা হলে থাকেন আর না
পুষালে চলে যান।অভিযোগ সূত্রে আরো জানাযায় কিছু কিছু দোকান থেকে
কর্মচারী ছাটাই করে দেওয়ার কারণে সেই সকল দোকান কর্মচারীরা ঈদুল
আযহাকে সামনে রেখে বেকার জীবনে নিপতীত হয়েছে।তাঁদের জীবনে ঈদের
আনন্দতো দূরের কথা বেঁচা থাকার আশাটুকও ক্ষীন হয়ে গেছে। এখন আমরা
রিক্সাও চালাতে পারবোনা আর জমানো এমন কোন অর্থ নাই যা দিয়ে ব্যবসা করে
পরিবার পরিজন বাঁচাবো।এখন আমাদের মরণ ছাড়া কোন উপায় নাই এই ক্ষেত্রে
সর্ব মহলের নিম্ন মধ্যবিত্ত ও কর্মহীন অভাবী মানুষদের হাহাকার দিন দিন
বেড়েই চলেছে। অভাবী মানুষরা অত্যান্ত দুঃখের সাথে বলেন- এখন আমাদের বেঁচে
থাকার আশার আলো কোথায়!