খুলনায় টিসিবির পন্য নিয়ে উপজেলা পর্যায়ের ডিলারদের সাথে শুরু হয়েছে নানান তাল...

খুলনায় টিসিবির পন্য নিয়ে উপজেলা পর্যায়ের ডিলারদের সাথে শুরু হয়েছে নানান তাল বাহানা

শেয়ার করুন

khulna pic TCBছবি – এটিএন টাইমস
।। মো:আতিয়ার রহমান, খুলনা।।
খুলনায় টিসিবির পন্য নিয়ে উপজেলা পর্যায়ের ডিলারদের সাথে শুরু হয়েছে নানান তাল
বাহানা। প্রাপ্য পন্য থেকে বঞ্চিত হচ্ছে উপজেলা ভিত্তিক সল্প আয়ের অসহায় মানুষেরা। এক্ষেত্রে
টিসিবি ভবন অনুসন্ধান করে দেখা যায় এবং টিসিবির তালিকায় মোট পয়ত্রিশ থেকে ছত্রিশ
জন ডিলার আছে।
তারমধ্যে খুলনা শহরের পঁচিশ জন ডিলার নিয়মিত পর্যাপ্ত মাল পাচ্ছে কিন্তু শহর ভিত্তিক
ডিলারদের মাল দেওয়ার পরেও টিসিবির গুদামে মজুদ মাল উপজেলার এগারো জন ডিলারদের দেওয়ার
মতন প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে। বঞ্চিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে ফকিরহাট,
বাগেরহাট, রুপসা, বটিয়াঘাটা, দাকোপ, চালনা, কয়রা, পাইকগাছা উল্লেখিত উপজেলাগুলির
মধ্যে শুধু বাগেরহাটের ডিলাররাই পাচ্ছে টিসিবির সুবিধা।
জার কারণে অন্য সকল উপজেলার ডিলারগণ একত্রিত ভাবে টিসিবির খুলনা অফিসের উর্ধ্বতন
কার্যনির্বাহী অফিস প্রধান মোঃ আনিছুর রহমানের নিকট সুবিধাবঞ্চিত ডিলাররা কারন
জানতে চাইলে মালের সংকটের কথা বলে তরিঘরি করে অফিস থেকে বেড়িয়ে যায়। এমন
ভুক্তভোগী ডিলারগণ জানায় অফিস সহকারী ও গোডাউন ইনচার্জ মোঃ কুসুম মিয়া ও লেবার
সর্দার খুলনা শহরের ডিলারদের নিকট থেকে গোপনে উৎকোচ নিয়ে গোডাউন থেকে ট্রাক
ভরে মালামাল বোঝাই করে দেয় এবং আরো জানায় গত সপ্তাহে অফিস প্রধান আনিছুর রহমান
সাহেব আমাদের জানিয়েছিলো আগে উপজেলা গুলিতে সপ্তাহে তিন থেকে চারদিন মাল দেওয়া
হতো।
এখন থেকে সপ্তাহে মাত্র এক দিন দেওয়া হবে। কিন্তু প্রতিশ্রুতির এক সপ্তাহ অতিবাহিত
হয়েগেলেও এখনো আমরা উপজেলার অসহায় মানুষদের জন্য সপ্তাহে সেই এক দিনের জন্যও
পাচ্ছিনা টিসিবির কোন পন্য ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে
বেড়িয়ে আসে থলের বিড়াল যায়যায়দিনের অনুসন্ধানে মেলে অনেক টিসিবি ভবনের অফিস ও
গুদামের ছোট বড় সকল শ্রেণির কর্মকর্তাদের দুর্নীতির অনেক অজানা তথ্য যেমন কতিপয়
অনেক ডিলারদের অভিযোগ আমরা ট্রাস্ট ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যাংক কর্তৃক দেওয়া
কোড নাম্বার নিয়ে অফিসে আসলে বলে ম্যাসেজে আপনার নাম আসে নাই যে সকল
ডিলারগণ গোপনে দুই থেকে তিন হাজার টাকা কর্মকর্তাদের হাতে গুজে দেয় ম্যাসেজে
তাদের নাম উল্লেখ হয়।
এই সকল তথ্য টিসিবি অফিস পরিভ্রমণ করে তার কিছু সত্যতার প্রমাণ সাপেক্ষে
কর্মকর্তাদের নিকট কথা বলতে চাইলে কৌশলে সকল কর্মকর্তাগণ কেটে পরে। অতঃপর অফিস
প্রধান আনিছুর রহমানকে অফিসে উপস্থিত না পাওয়ায় তাঁর মুঠো ফোনে যোগাযোগ করলে
মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।