পেশাগত দায়িত্বই শেষ নয়, মানবিক চিন্তা থাকলে সমাজের পিছিয়ে পড়া...

পেশাগত দায়িত্বই শেষ নয়, মানবিক চিন্তা থাকলে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য করা যায়

শেয়ার করুন

sp khulnaপুলিশ সুপার, খুলনা। ছবি- এটিএন টাইমস
 ।। আতিয়ার রহমান, খুলনা ।।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসানের সঙ্গে এই রিপোর্টারের কথপোকথনে পুলিশ সুপার
বলেন, একজন পুলিশ পেশাগত দায়িত্বই শেষ নয়, প্রতিটা মানুষের মানবিক চিন্তা থাকলে
সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য কাজ করা যায়।
পেশাগত কাজের বাইরেও মানুষের জন্য যে অনেক কিছু করা যায়। অল্প সময়ে খুলনাতে পুলিশ সুপার
হিসাবে যোগদান করার পর পুলিশ সুপার সেটা দেখিয়ে দিছেন। সাধারন মানুষের পাশে থেকে
এই পুলিশ কর্মকর্তা অল্প সময়ে মানুষের মনে বিশ্বাস জায়গা করে নিছেন। ডুমুরিয়া সদর
চেয়ারম্যান হুমায়ন কবীর বুলু এটিএন টাইমসকে বলেন,আমরা বর্তমানে খুব ভাল
আছি,পুলিশ যে ভাবে রাতদিন মানুষের পাশে থেকে পুলিশ কাজ করে যাচ্ছে ,সেটা এলাকার
মানুষ রাতদিন নি চিন্তায় চলাচল করতে পারে। একসময় সত্রাসী মৃনাল বাহিনীর লোকজন কারনে
রাস্তাঘাটে চলাছল করা খুব কষ্টকর ছিল। এখন আর তেমন কোন অস্ত্র ব্যাসায়ী মাদক ব্যবসায়ী
নেই।
পুলিশ জনতা জনতাই পুলিশ সেটা এখন আমরা দেখছি পুলিশ সব কাজে কাজ করছে।
বর্তমান পুলিশ সুপার মহামারী করোনা কালিন সময়ে গরীব মানুষের পাশে তিনি
চাইল,ডাউল,তৈল,সহ , নিম্মশ্রেনি থেকে মানুষের বাড়ি বাড়ি খাবার পৌচ্ছে দিচ্ছেন।
সমাজের বঞ্চিত দরিদ্রদের জন্য তিনি অনেক কাজ করেছেন যাচ্ছেন রাতদিন।
শিক্ষার উন্নয়নেও তিনি অশেষ অবদান রেখেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি যা
করেছেন এবং করে যাচ্ছেন, তা দেখে যে কোনো শুভবোধসম্পন্ন মানুষ মুগ্ধ হতে বাধ্য।
তিনি দেখিয়ে দিয়েছেন যে কেবল পেশাগত দায়িত্বই শেষ নয়, মানবিক চিন্তা থাকলে সমাজের
পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব পুলিশে চাকুরি করেও।
পুলিশ সুপার খুলনা তিনি নিজেকে পেশাগত কর্মের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। নিজেকে
বিলিয়ে দিয়েছেন সাধারণের সেবায়। সমাজ পরিবর্তনে, মানুষের কল্যাণে, মানবতার স্বার্থে
পুলিশের কার্যকর ভূমিকায় অবিরাম ব্যতিক্রমী অবদান রেখে চলছেন এই পুলিশ কর্মকর্তা।
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান একক প্রচেষ্টায় খুলনা পুলিশ লাইন্সে সহ জেলার
সকল থানা গুলিতে সুন্দর করণ করার লক্ষে কাজ করে যাচ্ছেন। মানবিক পুলিশ কর্মকর্তা ভূমিকার
কারণে ইতি মোধ্য খুলনার জনগোষ্ঠীর অনেকের সামাজিক অবস্থানে পরিবর্তন এসেছে।
সমাজের পিছিয়ে পড়া সাধরন মানুষের জন্য জীবনমান উন্নয়নে ও মূলধারায় উঠিয়ে আনতে
তিনি অবাক করার মতো কাজ করছেন যাচ্ছেন।
পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং আজীবন রক্তদানের শপথ করেন। এ ছাড়া পুলিশ লাইন্স
প্রধান ফটক, সৌন্দর্যবর্ধন, পুলিশ লাইন্স সালামি মঞ্চ এবং খুলনা পুলিশ সুপারের কার্যালয়
প্রধান ফটকের সামনে হাত দোয়া সহ সাধরন মানুষের সাথে আলাপ আলোচনা করার সুযোগ
করে দিয়েছেন।
চলমান বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে পুলিশ লাইন্সসহ সকল থানাতে বৃক্ষরোপণ, নিজস্ব
ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ জন্য কাজ করে যাচ্ছে। গরীবদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান
করেন। এ রকম কাজ তিনি অনেক জায়গায়ই করেছেন। পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও
মানুষের জন্য কাজ করা ব্যতিক্রমধর্মী চিন্তা ও ভূমিকা দেখে জেলার সকল কর্মকর্তরাসহ সাধরন
মাুষ পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে।

পুলিশ সম্পর্কে মানুষের যে কিছুটা নেতিবাচক ধারণা রয়েছে, তিনি তা পাল্টে দিয়েছেন।
পুলিশ কতটা মানবিক, কতটা সহায়ক, কতটা প্রয়োজন, কতটা আন্তরিক এসব দেখিয়ে
দিয়েছেন তিনি ইতি মধ্যে খুলনায়।
বাংলাদেশ শত শত বড় কর্মকর্তা আছেন, পেশাগত দায়িত্ব পালনের পর আর কোনো কাজে তাদের
দেখা যায় না।কিন্তু পুলিশ সুপার পেশাগত দায়িত্ব পালনের শুরুতেই দেশের সাধারণ মানুষের কথা
ভেবেছেন, তাদের উন্নয়নের জন্য কাজ করেছেন, এখনও বিরামহীন শ্রম দিয়ে যাচ্ছেন। তিনি
ছড়াচ্ছেন মানবিকতার আলো।খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুুব হাসান এটি এন
টাইম্ধসঢ়;সরক বলেন, আমার জেলার সকল থানা গুলির অফিসারদের নির্দেশ দেওয়া আছে, সকল মানুষের
জন্য আন্তরিক ভাবে কাজ করতে হবে। কোন থানায় সাধারন মানুষ এসে কষ্ঠনা পাই।পুলিশ জনতা
জনতাই পুলিশ,এই পুলিশ সবার বন্ধু সবাইকে সাথে রেখে কাজ করার জন্য তিনি সকল
অফিসারদের নির্দেশ দেন।পুলিশ সুপার আর ও বলেন,আমি মানুষের কষ্টবুঝি আমার জেলায় জেন
থানাতে গিয়ে সেভা না পেলে সরাসররি আমাকে জানাবেন। রাতদিন আমার সরকারী ফোন সবাই
কথা বলতে পারবেন,আপনাদের ভাল মন্ধদেখার জন্য আমি সহ আমার পুলিশ বাহিনী আপনাদের পাশে
থাকবে।