দুর্নীতির দায়ে স্যামসাংয়ের প্রধান আটক

দুর্নীতির দায়ে স্যামসাংয়ের প্রধান আটক

শেয়ার করুন

_94682689_c06fdd87-3093-440f-ae01-9f7fd1d541f8বিশ্বসংবাদ ডেস্ক :

দুর্নীতি ও ঘুষ দেয়ার অভিযোগে স্যামসাংয়ের প্রধান লি জায়ে-ইয়াংকে দক্ষিণ কোরিয়ায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হলে, শুক্রবার তার অনুমোদন দেন সিউলের একজন বিচারক।

প্রোসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য তাকে আরও ২০ দিন জিজ্ঞাসাবাদ করবে। লি এর বিরুদ্ধে অভিযোগ, যে দুর্নীতির দায়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন, সেই দুর্নীতির সঙ্গে তারও যোগসূত্র রয়েছে।

অভিযোগ উঠেছে, স্যামসাং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার্ক হিউন হাইয়ের এক বিশ্বাসভাজনের পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠানকে অনুদান দিয়েছে। এ অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে প্রখমবার স্যামসাংয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় স্যামসাং প্রধানকে। সে সময় তাকে আটকের পরোয়ানা চাওয়া হলেও আদালত তা নাকচ করে দেন।

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় এ রাজনৈতিক স্ক্যান্ডালে জড়িত সন্দেহে গত সপ্তাহে দ্বিতীয় বার লিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে গ্রেফতারের অনুমোদন দেন আদালত। তবে লি ও স্যামসাং গ্রুপ অন্যায় কিছু করার অভিযোগ অস্বীকার করে আসছে।