কুষ্টিয়া ও ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া ও ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুষ্টিয়া ও ময়মনসিংহে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৭ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া শহরের হরিপুর সেতুর নিচে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী শহর আলী গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় পুলিশের ৫ সদস্যও আহত হয়। শহর আলীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আহসান উল্লাহ খান নোমান নিহত হয়েছে।এসময় আহত হয়েছে ২ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে । নোমানের নামে কোতোয়ালী মডেল থানায় ৪টি সহ ১৪টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।