ইরান ইস্যুতে ইইউ’র অনুরোধ প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

ইরান ইস্যুতে ইইউ’র অনুরোধ প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

_102541289_hi047750138বিশ্বসংবাদ ডেস্ক :

ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার আওতা থেকে ইউরোপীয় কোম্পানিগুলোকে মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

ইউরোপীয় ইউনিয়নকে লেখা এক চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র এ আবেদন প্রত্যাখ্যান করছে, কারণ তারা ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে চায়। ইরানকে তখনই ছাড় দেয়া হবে, যখন তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য লাভজনক হবে।  চিঠিতে আরও বলা হয়েছে, খুব নির্দিষ্ট কিছু পরিস্থিতি ছাড়া যুক্তরাষ্ট্র এই নীতিতে ছাড় দেয়ার মতো অবস্থায় নেই।

২০১৫ সালের জুন মাসে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ৬ জাতিগোষ্ঠী চুক্তি স্বাক্ষর করে। ভিয়েনায় নিরাপত্তা পরিষদের ৫ সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি ওই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়।