সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা জোরদার করেছে আসাদ বাহিনী

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা জোরদার করেছে আসাদ বাহিনী

শেয়ার করুন

_102500386_mediaitem102500384বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিকটবর্তি প্রদেশে হামলা জোরদার করেছে প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের অনুগত বাহিনী। এর আগে দেরা প্রদেশে বিদ্রোহীদের সংগে এক চুক্তি করে আসাদ বাহিনী।

এদিকে রুশ বিমান বাহিনীর সহয়তা ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান হাইটসের কাছাকাছি বিদ্রোহী নিয়ন্ত্রীত কোয়েনইতরায় ক্রমাগত বোমা বর্ষন করে আসাদ বাহিনী। ইউকে ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় গোলান হাইটস থেকে ১১ কিলোমিটার দুরে মাশারার ওপর দিয়ে উড়ে গেছে রুশ বিমান। হেজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত মায়াদিন টেলিভিশন সূত্র জানায় মাশারার দিকে এগিয়ে যাচ্ছে আসাদ বাহিনী।

এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে দেরা এলাকা ত্যাগ করতে দেখা গেছে বিদ্রোহী গেরিলা ও তাদের পরিবারের সদস্যদের।