কালিয়াকৈরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

কালিয়াকৈরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

শেয়ার করুন

FB_IMG_1629015617556

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রবিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় চিত্র অঙ্কন প্রতিযোগিতা,বৃক্ষরোপণ,দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন,কালিয়াকৈর পৌর আওয়ামি লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুক্তিযুদ্ধ কাউন্সিলের সদস্য বৃন্দ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ,স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।