জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিদার নোয়ার্ট

জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিদার নোয়ার্ট

শেয়ার করুন

ef2119a4-3d46-4090-bc8a-9911281dae7a-Heather_Nauertবিশ্বসংবাদ ডেস্ক :

জাতিসংঘে নতুন রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্টকে নিয়োগের ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিক্কি হ্যালির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এই পদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাবেক ডেপুটি উপদেষ্টা দিনা পাওয়েল ও ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার নাম প্রাথমিকভাবে শুনা গেলেও শেষ পর্যন্ত নোয়ার্টের নামই চুড়ান্ত হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজসহ কয়েকটি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

এবছরের অক্টোবরে জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন দূত নিক্কি হ্যালি বছর শেষে পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর ৪৬ বছর বয়সী নিক্কি হ্যালি দুই বছর জাতিসংঘ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। আর তার জায়গায় দায়িত্ব নিতে যাওয়া নোয়ার্ট ২০১৭ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পান। সেটিই ছিল সরকারি চাকরিতে তার প্রথম নিয়োগ।