পাকিস্তানিরা কারো ভাড়া করা বন্দুক নয়: ইমরান খান

পাকিস্তানিরা কারো ভাড়া করা বন্দুক নয়: ইমরান খান

শেয়ার করুন

imran khanবিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানিরা কারো ভাড়া করা বন্দুক নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী  ইমরান খান। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ধরন বোঝাতে এমন মন্তব্য করেন ইমরান।

সাক্ষাতকারে ইমরান বলেন, পাকিস্তানকে ভাড়াকরা বন্দুকের মত ব্যবহার করা হয়, এমন দেশের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চান না। তিনি দাবি করেন, পাকিস্তানে এখন তালেবানের জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় না। যুক্তরাষ্ট্র যদি বলে পাকিস্তানিরা সেটা করছে, তাহলে কোথায় সেটা করা হচ্ছে, তা জানাতে হবে। তাহলে তালেবানের বিরুদ্ধে সেখানে নিশ্চয় অভিযান চালানো হবে।

এর আগেও ইমরান খান বলেছেন, নিজ দেশের ক্ষতি করে পাকিস্তান অন্যের হয়ে অনেক যুদ্ধ করেছে। এতে কেবল সেনা ও বেসামরিক লোকদের প্রাণহানিই ঘটেনি, দেশের আর্থ- সামাজিক বিন্যাসও ভেঙ্গে পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না পাকিস্তানের। কয়েকদিন আগেই একপ্রকার বাকযুদ্ধে লিপ্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান। পাকিস্তানের জন্য বরাদ্দকৃত অর্থ সাহায্য বাতিল করে দেয় ট্রাম্প প্রশাসন।