নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সরকারের চেয়েও বড় চ্যালেঞ্জ কমিশনের

নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সরকারের চেয়েও বড় চ্যালেঞ্জ কমিশনের

শেয়ার করুন

45নিজস্ব প্রতিবেদক :

সাবেক নির্বাচন কমিশনাররা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সরকারের চেয়েও বড় চ্যালেঞ্জ কমিশনের। অন্যদিকে, এবার প্রশ্নবিদ্ধ নির্বাচনের বিষয়টি এড়াতে গ্রেফতার, হয়রানি বন্ধে কমিশন এবং পুলিশ প্রশাসনকে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনাররা।

জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি নির্বাচনে অংশ নেয়ায় আগামী নির্বাচন সবার জন্যই চ্যালেঞ্জ। সাবেক নির্বাচন কমিশনাররাও মনে করছেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের চ্যালেঞ্জ রাজনৈতিক ও সরকারি দল দুই হিসেবেই।

তবে, মনোনয়ন বাছাই সম্পর্কিত জটিলতা নিরসন করতে না পারলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে বলে শঙ্কা সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের।

অন্যদিকে, মনোনয়ন বাতিল ও অবৈধ ঘোষণার ক্ষেত্রে যে আদেশ এটিকে যুগান্তকারী বলছেন, সাবেক এই নির্বাচন কমিশনার। বলেন: সহিংস এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন এড়িয়ে জনগণকে সরকারের আস্থায় আনতে, এই মুহূর্তে প্রয়োজন গ্রেফতার বন্ধ করা।