সাংবাদিক প্রবীর সিকদারের বিচার শুরুর নির্দেশ

সাংবাদিক প্রবীর সিকদারের বিচার শুরুর নির্দেশ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

মন্ত্রীর সুনাম ক্ষুণ্ণের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

২০০১ সালে দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকার সময় সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গু জীবন যাপন করছেন তিনি। গত বছরের ১০ অগাস্ট এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, রাজাকার লুলা মুসা ওরফে ড. মুসা বিন শমসের, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার এবং তাদের অনুসারী-সহযোগীরা জীবন শঙ্কার  তথা মৃত্যুর জন্য দায়ী উল্লেখ করে স্ট্যাটাস দেন।

ফেসবুকে লেখার মাধ্যমে মন্ত্রী খন্দকার মোশাররফের সুনাম ক্ষুণ্ণের অভিযোগ এনে প্রবীরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়।