রিও অলিম্পিকের মাদক বিরোধী কর্মসূচি অকার্যকর ছিল

রিও অলিম্পিকের মাদক বিরোধী কর্মসূচি অকার্যকর ছিল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রিও অলিম্পিকে মাদকের বিরুদ্ধে নেয়া মাদক বিরোধী কর্মসূচি ছিল অকার্যকর। এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি।

বৃহস্পকিবার ৫৫ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি কর্তৃক গঠিত ইন্ডিপেনডেন্ট অবজারভার টিম। এই স্বাধীন তদন্ত কমিশনের দাবি ড্রাগ টেস্টের জন্য সংগৃহীত তথ্য-উপাত্ত খুজে না পাওয়ার্।

প্রতিবেদনে আরো বলা হয়েছে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৬ অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেটদের ড্রাগ টেস্ট সঠিক পদ্ধতিতে করা হয়নি। অলিম্পিক ভিলেজে অ্যাথলেটদের নেয়া রক্তের নমুনার সংগ্রহেও রয়েছে জটিলতা।

তাই অনেক অ্যথালেটের মাদক নিয়েই রিও অলিম্পিকে অংশ নেয়ার অভিযোগ তুলেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। গেম পরবর্তী সময়ে নমুনার রিপোর্টগুলো ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করা গেলে, ভবিষ্যতে এর প্রভাব পড়বে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পরবর্তী কার্যক্রমে অভিমত ওয়াদার।