সম্মৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে রাষ্ট্রপতির আহবান

সম্মৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে রাষ্ট্রপতির আহবান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, অসহনশীলতা এবং গোঁড়ামি ছেড়ে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মুক্তিযুদ্ধের চেতনায়, ভেদাভেদ ভুলে উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে বলেছেন তিনি।

সেই সঙ্গে বলেছেন, হত্যা-ধ্বংস ঠেকাতে ধর্মের অহিংস-শান্তির বাণী তুলে ধরতে। শুক্রবার, ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত বিজয়া সম্মিলন-২০১৬’র অনুষ্ঠানে তিনি এসব বলেন।

ধর্ম যার যার, উৎসব সবার-এ কথাটি যেন প্রবল এক বিশ্বাসে পরিণত হয়েছে। তাইতো শারদীয় দূর্গোৎসব শেষে এ বিজয়া সম্মিলন হয়ে উঠলো সকল ধর্মের মানুষের মিলনমেলা। উলুধ্বনিতে রাষ্ট্রপতিকে বরণ, সবাইকে সমান মর্যাদায় সাদর অভিবাদন- মনে করিয়ে দেয়- এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ।

রাষ্ট্রের অভিভাবক চান- সবার সমান অধিকারের স্বীকৃতি। বললেন, যা কিছু অর্জন তাতো সবার অবদানেই।

ধর্ম-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে পাওয়া এ দেশ, যেকোন অশুভ শক্তির বিরূদ্ধে লড়তে সেই চেতনাই হতে পারে সর্বোচ্চ শক্তি- বললেন রাষ্ট্রপতি।