১৯৮৯ সালের পর প্রথম এক মেয়াদের প্রেসিডেন্ট ট্রাম্প

১৯৮৯ সালের পর প্রথম এক মেয়াদের প্রেসিডেন্ট ট্রাম্প

শেয়ার করুন

Donald trump._3jpg
১৯৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী জর্জ হার্বার্ট ওয়াকার বুশের পর ২০২০ সালে এসে এক মেয়াদের প্রেসিডেন্টে পরিণত হলেন আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯৩ থেকে ২০১৬ সালের আগ পর্যন্ত যারাই মার্কিন হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৮৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট জর্জ বুশ ১৯৯৩ সালে প্রেসিডেন্সি হারান ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটনের কাছে। ১৯৯৩ থেকে ২০০১ টানা আট বছর মানে, দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ক্লিনটন। ১৯৯২ এবং ১৯৯৬ নির্বাচনে জয় লাভ করেন ক্লিনটন।

২০০০ সালের নির্বাচনে বাবার হারানো প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেন জর্জ ওয়াকার বুশ। আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের জন্য বিশ্বব্যাপী সমালোচিত হলেও টানা দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্টও। ২০০৪ সালেও নির্বাচিত হন বুশ।

এরপর ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে হোয়াইট হাউসের দখল আবারও যায় ডেমোক্র্যাটদের কাছে। দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী বংশোদ্ভূত রাষ্ট্রপতি নির্বাচিত হন বারাক ওবামা। দেশ-বিদেশে বেশ জনপ্রিয় এই উদারপন্থি প্রেসিডেন্টও টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০০৮ এরপর ২০১২ সালেও পুনঃ নির্বাচিত হন তিনি।
২০১৬ সালে কম পপুলার ভোট পেয়েও ইলেক্টোরাল ভোটের জেরে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপরের চার বছরের শাসনামলে নানান বিতর্কের জন্ম দেন এই প্রেসিডেন্ট। সর্বশেষ ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প।
উল্লেখ্য, এর মাধ্যমে ১৯৮৯ সালের পর মাত্র এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে থেকে যাবেন ডোনাল্ড ট্রাম্প।