টানা ১৩ দিন ধরে করোনা সংক্রমণে শীর্ষে ভারত

টানা ১৩ দিন ধরে করোনা সংক্রমণে শীর্ষে ভারত

শেয়ার করুন

Corona patient in india
প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়ালো। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৫৮ হাজার। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন।

গত ১৩ দিন ধরে প্রতিনিয়ত সংক্রমণের হারে ভারত বিশ্বে শীর্ষে। দেশটি শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে অবস্থান তৃতীয়। এর উপরে রয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

করোনা শনাক্তের সংখ্যায় ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ। মারা গেছে ২০ হাজারের বেশি জন। আক্রান্তের সংখ্যায় এর পরেই অবস্থান তামিল নাড়ু ও দিল্লির।