রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন ট্রাম্প জুনিয়র

রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন ট্রাম্প জুনিয়র

শেয়ার করুন

_96868351_gtrumpjrবিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় হিলারি ক্লিনটন সম্পর্কে রুশ আইনজীবী যে তথ্য দিয়েছিলেন, তা মূলত রাশিয়া সরকারই সরবরাহ করেছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

রব গ্লাডস্টোন নামের একজনের উদ্ধৃতি দিয়ে সোমবার প্রকাশিত প্রতিবেদনে একথা জানায় পত্রিকাটি। বলা হয়, গত বছরের ৯ জুন নির্বাচনী প্রচারণার সময় রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিস্কির সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকের আয়োজন করেছিলেন এই রব গ্লাডস্টোন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং তখনকার প্রচার বিভাগের প্রধান পল মানাফোর্ট।

বৈঠকে ট্রাম্প জুনিয়রকে হিলারি ক্লিনটনের বিষয়ে গোপন তথ্য দিয়েছিলেন ওই রুশ আইনজীবী, যা ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার ক্ষেত্রে কাজে লেগেছিল বলে জানায় নিউ ইয়র্ক টাইমস। তবে এই অভিযোগ পরোক্ষ ভাবে স্বীকার করে ট্রাম্প জুনিয়র বলেন, কাজে লাগার মতো গুরুত্বপূর্ণ তথ্য তিনি পাননি। এ বিষয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধান অ্যাডাম শিফ জানান, এ বিষয়ে অধিকতর তদন্তের প্রস্তুতি নিচ্ছেন তারা।