ফাতাহ-হামাস দ্বন্দ্ব দূর করতে গাজায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

ফাতাহ-হামাস দ্বন্দ্ব দূর করতে গাজায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

শেয়ার করুন

_98115057_mediaitem98113153বিশ্বসংবাদ ডেস্ক :

ফাতাহ ও হামাসের মধ্যে ১০ বছর ধরে চলা দ্বন্দ্ব নিরসনে গাজায় গিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহ। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হাজার হাজার প্যালেষ্টাইনবাসী।
_98104601_86e72a8a-567e-4d6d-8bba-d06f0b043764২০১৪ সালে ঐক্যের সরকার প্রতিষ্ঠা হলেও হামাস ও ফাতাহর মধ্যে দায়িত্ব নিয়ে বিরোধ থাকায় সরকার গাজায় কোনো কাজ করতে পারেনি। গত সপ্তাহে হামাস জানায়, ঐক্যের সরকার প্রতিষ্ঠায় তারা গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর নেতৃত্বাধীন সরকারের কাছে হস্তান্তর করবে।

সোমবার রামাল্লায় মন্ত্রিপরিষদের এক বৈঠকে হামদাল্লাহ বলেন, সংহতি প্রচেষ্টায় ফাতাহ’র সমর্থনে এবং বিভক্তি ভুলে ফিলিস্তিনকে আবার ঐক্যবদ্ধ করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।