ইরাকে বোমা হামলায় ও গুলিতে নিহত ১২

ইরাকে বোমা হামলায় ও গুলিতে নিহত ১২

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইরাকের তিকরিত শহরে একটি গাড়িবোমা হামলা ও তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের গুলিতে মারা গেছে কমপক্ষে ১২ জন। আহত হয়েছে আরো ৩০ জন।

সেনাবাহিনী জানিয়েছে, রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার উত্তরের তিকরিত শহরের একটি তল্লাশী চৌকিতে স্থানীয় সময় ভোর ৫টায় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। এতে চার পুলিশ কর্মকর্তা নিহত হন।manar-06421080014694651215

কিছু সময়ের মধ্যেই তিকরিত শহরের প্রবেশপথে বিস্ফোরকবোঝাই একটি পিকআপ ভ্যানের সাহায্যে অপর একটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে অন্তত ৮ জন নিহত ও ২৩ জন আহত হন।

স্থানীয় পুলিশ প্রধান ও প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তারা তিকরিত পরিদর্শনে থাকা অবস্থায় এই হামলাগুলো চালানো হয়। এখন পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি।

গত বছরের এপ্রিল মাসে আইএস জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে তিকরিত শহরের নিয়ন্ত্রণ ফিরে পায় ইরাকি বাহিনী।