৬ ডিসেম্বরই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প

৬ ডিসেম্বরই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প

শেয়ার করুন

Botsford170215Trump12139বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৬ ডিসেম্বর এক বক্তৃতায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পারেন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, ট্রাম্পের আগেও যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রেসিডেন্ট এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায়, জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড দাবিকে সমর্থন জানালেন ট্রাম্প।

অনেকে মনে করেন, ট্রাম্পের এই স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার প্রক্রিয়া ব্যহত হতে পারে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেমের সঙ্গে ইসরায়েলের ঐক্য এবং পরবর্তী সময়ে এ অঞ্চলের দখলদারিত্ব নেওয়ার প্রক্রিয়া অবৈধ ঘোষণা করে  জাতিসংঘ।

অন্যদিকে, ফিলিস্তিনিরাও জেরুজালেমকে নিজ ভূখন্ডের অংশ বলে দাবি করে। যার মধ্যে মুসলমানদের একাধিক পবিত্র স্থান রয়েছে। ইসরায়েলের পতনের পূর্বাভাস দিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদিনা জানিয়েছিলেন, পূর্ব জেরুজালেম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচিত হবে।