১০ সেকেন্ডে ১৯টি বহুতল ভবন ধ্বংস!

১০ সেকেন্ডে ১৯টি বহুতল ভবন ধ্বংস!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চীনের হুবেই প্রদেশে মাত্র ১০ সেকেন্ডে ১৯টি বহুতল ভবন ধ্বংস করে ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে। চীনের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিও প্রকাশ করে। অবৈধ ভবন উচ্ছেদে চলমান অভিযানে এ পর্যন্ত ৩২টি ভবন গুড়িয়ে দিয়েছে সরকার।

শনিবার মধ্যরাতে হুবেই প্রদেশের উহুন এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ১৫ হেক্টর এলাকাজুড়ে ছিল ভবনগুলো গুড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে ৫ টন বিস্ফোরক। যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ভবন উচ্ছেদের ঘটনা।

দেশটির সাউথ মর্নিং পোস্ট নিউজ জানায়, ভবনগুলোর প্রায় ১ লাখ ২০ হাজার স্থানে বিস্ফোরক বসানো হয়। এই ভবনগুলোর অধিকাংশই ৭ তলা থেকে ১২ তলা পর্যন্ত। যদিও এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।