হিলারি দুর্বল, ট্রাম্প মূর্খ : বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী

হিলারি দুর্বল, ট্রাম্প মূর্খ : বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী

শেয়ার করুন

capture

বিশ্বসংবাদ ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্পকে মূর্খ ও পাগল বললেন হিলারি ক্লিনটনের রানিংমেট টিম কেইন। অন্যদিকে, হিলারিকে দুর্বল ও অক্ষম বললেন ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স।

মঙ্গলবার ভার্জিনিয়ার ফার্মভিলে লংউড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯০ মিনিটের বিতর্কে অংশ নিয়ে দুই প্রেসিডেন্ট প্রার্থী সম্পর্কে এমন মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা। গর্ভপাত থেকে শুরু করে সিরিয়া যুদ্ধ, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং রাশিয়াকে নিয়ে বিতর্ক করেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন ও ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্স।

বিতর্ক অনুষ্ঠানে হিলারির রানিংমেট কেইন, ট্রাম্পকে বিধ্বংসী পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করেন। কেইন বলেন, ট্রাম্প ক্ষমতায় গেলে কিম জং উন, সাদ্দাম হোসেন, গাদ্দাফি এবং ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকদের মতো প্রেসিডেন্ট পাবে মার্কিনিরা।

জবাবে ট্রাম্পের রানিংমেট পেন্স বলেন, শক্তিশালী উত্থানকে ভয় পান দুর্বল হিলারি। অক্ষম বারাক ওবামা ও হিলারি মার্কিনিদের ডুবিয়ে দিয়েছেন।