‘হিলারির পাশে থাকতে পেরে আমি গর্বিত’

‘হিলারির পাশে থাকতে পেরে আমি গর্বিত’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে হবে-বলে মন্তব্য করেছেন বার্নি স্যান্ডার্স। ফিলাডেলফিয়ায় সোমবার থেকে শুরু হওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেশনের প্রথম দিনেই বক্তব্য দেন ভারমন্টের এই সিনেটর।

স্টেজে আসার পর ডেমোক্রেট সমর্থকরা তাকে ৩ মিনিট ধরে দাঁড়িয়ে সম্মান জানান। বক্তব্যে স্যান্ডার্স বলেন, হোয়াইট হাউজের পরবর্তী প্রতিনিধি হিসেবে হিলারি ক্লিনটনকেই চাই আমরা। আর এজন্য আপনাদের সমর্থন শেষ পর্যন্ত অব্যাহত রাখতে হবে।

শেষ পর্যন্ত প্রার্থী হতে না পারায় স্যান্ডার্সের অনেক সমর্থক বক্তব্যের সময় কান্নায় ভেঙে পড়েন। হিলারিকে মনোনয়ন দেয়া নিয়ে ডেমোক্রেট নেতাদের ই-মেইল বিনিময়ের ঘটনা নিয়ে কোনো মন্তব্য না করে স্যান্ডার্স বলেন, হিলারির পাশে থাকতে পেরে তিনি গর্বিত।

কনভেনশনে দেয়া বক্তব্যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেন, যুক্তরাষ্ট্র পূর্ব থেকেই গ্রেট ছিল। নতুন করে গ্রেট করার প্রয়োজন নেই। আগামী বৃহস্পতিবার কনভেনশন শেষ হবে। সেদিনই হিলারি ও তার রানিংমেট টিম কেইনকে ডেমোক্রেটিক পার্টির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।