হিলারির ইমেইলের আতুরঘর বের হবে: ট্রাম্প

হিলারির ইমেইলের আতুরঘর বের হবে: ট্রাম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ডেমোক্র্যাট প্রেসিডেন্টপ্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইলের আতুরঘর এফবিআই খুঁজে বের করতে পারবে বলে বিশ্বাস করেন রিপাবলিকান প্রেসডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সোমবার মিশিগান অঙ্গরাজ্যের একটি জনসভায় হিলারি ক্লিনটনের ই-মেইল বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প এসময় হিলারির ইমেইল থেকে মুছে ফেলা ৩৩ হাজার ম্যাসেজ পুনরায় উদ্ধার করা সম্ভব হবে বলেও জানা।

এরইমধ্যে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হিলারির ব্যক্তিগত নতুন ইমেইল সার্ভার তদন্ত করে দেখছে বলেও সমর্থকদের জানান ট্রাম্প। সম্প্রতি ইমেইল ইস্যুতে হিলারির বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে এফবিআই

এ ঘোষণাকে কেন্দ্র করে ডেমোক্র্যাট শিবিরের রোষানলে রয়েছে এই তদন্ত সংস্থাটি। হিলারির ইমেইল তদন্তের সিদ্ধান্তে এফবিআই পরিচালক জেমস কোমে আইনভঙ্গ করে থাকতে পারেন বলে দাবি করেছেন ডেমোক্র্যাট শিবির। তাদের দাবি এফবিআই নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এসব করছে।