হিমাচলে ট্র্যাকিং করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজ পাওয়া গেছে

হিমাচলে ট্র্যাকিং করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজ পাওয়া গেছে

শেয়ার করুন

61nqj978_himachal-pradesh-lahaul-spiti-snow-clearing-ani-september-2018_625x300_25_September_18বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের হিমাচল প্রদেশে ট্র্যাকিং করতে যাওয়া ৫০ শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। তারা দুদিন ধরে নিখোঁজ ছিলেন। এদের মধ্যে ৩৫ জন রুরকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী।

প্রচণ্ড তুষারপাতের কারণে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গত রোববার। এরপর থেকে তাদের খোঁজে অভিযান চলছিল।

মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর তাদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন। জানান তাদের উদ্ধার করে আনার চেষ্টা চলছে। শিক্ষার্থীরা হিমাচলের লাহাল স্পিটি এলাকায় আটকে পড়েছেন। গত কয়েকদিনে হিমাচলে প্রচণ্ড তুষারপাত ও বৃষ্টিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। কাংড়া, কুলু এবং হরিরামপুর জেলার কয়েকশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।