হিজাব কিংবা দাড়িতে আপত্তি নেই মার্কিন সেনাবাহিনীর

হিজাব কিংবা দাড়িতে আপত্তি নেই মার্কিন সেনাবাহিনীর

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

মুসলিম সেনাসদস্যদের হিজাব ও দাড়ি রাখার অনুমোদন দিল মার্কিন সেনাবাহিনী।

গত মঙ্গলবার এই অনুমোদন দেয় মার্কিন সেনাবাহিনী। মুসলমান ও শিখ ক্যাপ্টেনদের জন্য এই অনুমোদন দেয়া হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, মুসলিম নারীরা হিজাব ব্যবহার করে কাজ করতে পারলে সেনা কর্তৃপক্ষের আপত্তি নেই। একইভাবে শিখদের পাগড়ি ও দাড়ি এবং মুসলমানদের দাড়ি রাখার বিষয়ে মত দেয়া হয়।

এখন থেকে দাড়ি রাখা, পাগড়ি ব্যবহার এবং হিজাব ব্যবহারের জন্য আবেদন করা যাবে। তবে শুধুমাত্র ক্যাপ্টেন পদমর্যাদার নারী ও পুরুষ সেনারা এই আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন গোত্র থেকে আসা সেনাদের সহ-অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য।