হত্যার দায়ে সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর

হত্যার দায়ে সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর

শেয়ার করুন

_91974995_mediaitem91974994

বিশ্বসংবাদ ডেস্ক :

এক নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় সৌদি আরবের প্রিন্স তুর্কি বিন সৌদ আল কবিরের শিরশ্ছেদ করা হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নাগরিককে গুলি করে হত্যা করেছিলেন সৌদি প্রিন্স।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বদেশীকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছিলেন প্রিন্স। তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ঘোষণা করে মন্ত্রণালয়য়ের বিবৃতিতে আরও বলা হয়, সরকার নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। এ বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা ১৩৪তম ব্যক্তি হলেন প্রিন্স তুর্কি।

নিহতের পরিবার রক্তের বদলে ক্ষতিপূরণ নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে মৃত্যুদণ্ড চেয়েছিল। এর আগে, ১৯৭৫ সালে বাদশা ফয়সালকে গুলি করে হত্যার দায়ে, তখনকার প্রিন্স ফয়সাল বিন মুসাইদ আল সৌদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।