স্পেন উপকূল থেকে ৭৬৯ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

স্পেন উপকূল থেকে ৭৬৯ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

শেয়ার করুন

This undated photo released on Tuesday, June 12, 2018, by French NGO "SOS Mediterranee" and posted on it's Twitter account, shows stranded migrants aboard SOS Mediterranee's Aquarius ship and MSF (Doctors Without Borders) NGOs, in the Mediterranean Sea. Italy's new "Italians first" government claimed victory Monday when the Spanish prime minister offered safe harbor to a private rescue ship after Italy and Malta refused to allow it permission to disembark its 629 migrant passengers in their ports. (Kenny Karpov/SOS Mediterranee via AP)

বিশ্বসংবাদ ডেস্ক :

ভূমধ্যসাগর থেকে ৭শরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্ট গার্ড। শনিবার কোস্ট গার্ডের তিনটি নৌকায় করে ৭৬৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছিলো তারা।

গত কয়েক মাস ধরেই ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য স্পেন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছরেই স্পেনে আশ্রয় নিয়েছে ৪ হাজার ৬২৭জন অভিবাসন প্রত্যাশী। শনিবার অধিকাংশ অভিবাসন প্রত্যাশীকে উত্তর আফ্রিকার উপকূল থেকে উদ্ধার করা হয়।

অন্যদিকে একজন অভিবাসন প্রত্যাশীকেও গ্রহণ করবে না বলে শুক্রবার সাফ জানিয়ে দেয়া হয়েছে ইতালি থেকে।