সুচির ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ প্রত্যাহার

সুচির ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ প্রত্যাহার

শেয়ার করুন

TELEMMGLPICT000141015212_trans_NvBQzQNjv4BqpVlberWd9EgFPZtcLiMQfyf2A9a6I9YchsjMeADBa08বিশ্বসংবাদ ডেস্ক :

অং সান সুচিকে দেওয়া ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড শহর কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিতর্কের জেরে সু চি এই সম্মান ‘পাওয়ার যোগ্য নয়’। মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে সুচিকে এই সম্মাননা দেয় যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিল।

মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে সুচি আর ‘ফ্রিডম অব দি সিটি’ নামের ওই পুরস্কারের যোগ্য নন বলে জানিয়েছে বিবিসি। এর আগে, নগর কাউন্সিল মিয়ানমারের নেত্রীকে দেওয়া সম্মান প্রত্যাহার করে নেওয়ার পক্ষে ভোট দেয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে কলেজে ১৯৬৪ সাল থেকে ১৯৬৭ সাল পড়ালেখা করেছেন সুচি সেই সেন্ট হিউজ কলেজের কর্তৃপক্ষ গত সপ্তাহে তার একটি পোট্রেট নামিয়ে ফেলেছে।