সীমান্তে দেয়াল নির্মাণের ১শ ভাগই মেক্সিকোকে বহন করতে হবে : ট্রাম্প

সীমান্তে দেয়াল নির্মাণের ১শ ভাগই মেক্সিকোকে বহন করতে হবে : ট্রাম্প

শেয়ার করুন

_90989878_mexico_967reu

বিশ্বসংবাদ ডেস্ক :

সীমান্ত অভিবাসন ঠেকাতে অবশ্যই দেয়াল নির্মাণ করা হবে। আর এর শতভাগ ব্যয়ভার মেক্সিকোকেই বহন করতে হবে বলে জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার বিবিসি জানায়, মেক্সিকো সফর শেষে অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন ট্রাম্প। এসময় তিনি বলেন, মেক্সিকোকে সীমানা প্রাচীরের ক্ষেত্রে শতভাগ অর্থ পরিশোধ করতে হবে এবং অবৈধ অভিবাসীদের আইনগতভাবে নিজ দেশে ফিরে যেতে হবে। এইসব ইস্যুতে তিনি সংবিধান সমুন্নত রাখার উপরও জোর দেন।

এদিকে অভিবাসন বিষয়ক কোন প্রতিশ্রুতি দেয়া হয়নি বলে দাবি করেছেন মেক্সিকান প্রেসিডেন্ট এনিরিকো পেনা নিয়েতর। ট্রাম্পের সঙ্গে আলোচনার শুরুতে সীমান্ত বিল পরিশোধ না করার বিষয়টি স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান মেক্সিকান প্রেসিডেন্ট।