সিরিয়া সংকট নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ

সিরিয়া সংকট নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কূটনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের উপায় নিয়ে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার তাদের আলাপে কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন নিয়েও কথা হয় ।মাসখানেক আগে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর এই প্রথম বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই আলাপ হলো। এবং সংকট মেটাতে এই আলাপকে ফলপ্রসু বলা হচ্ছে।

হোয়াইট হাউজ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, সিরিয়ার চলমান দূর্দশা এবং সহিংসতা বন্ধে সাধ্যমত চেষ্টা চালানোর বিষয়ে একমত হয়েছেন ট্রাম্প-পুতিন। এদিকে ক্রেমলিন জানায়, পুতিন সিরিয়া ইস্যুতে ট্রাম্পকে ধৈর্য ধরার আহ্বান জানান । দুই নেতা উত্তর কোরিয়ার উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন।

সিরিয়ার চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে একসঙ্গে কাজ করতেও সম্মত হন তারা। এছাড়া আগামী জুলাইয়ে জার্মানির হামবুর্গে হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকে বসতেও রাজি হয়েছেন দুই প্রেসিডেন্ট।