সিরিয়া ইস্যুতে রাশিয়া সফর বাতিল করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়া ইস্যুতে রাশিয়া সফর বাতিল করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

c5bbfc85c8045c7a213892e893b189f9b565bada

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়া সফরের পরিকল্পনা বাতিল করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সোমবার তার মস্কো সফরে যাওয়ার কথা ছিল জনসনের।

সফর বাতিলের ঘোষণা দিয়ে শনিবার এক বিবৃতিতে জনসন বলেন, পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটেছে। এ অবস্থায়  যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে একটি অস্ত্রবিরতির জন্য আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

জনসন জানান, যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়া ইস্যুতে রাজনৈতিক সমাধানের জন্য রাশিয়াকে সম্ভাব্য সব সহযোগিতা করার কথা জানানো হয়েছে। বিবৃতিতে সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন জনসন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফর বাতিল করলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের রাশিয়া যাবার পরিকল্পনা বহাল রয়েছে।  জি-সেভেন বৈঠকে যোগ দিতে টিলারসন ১০-১১ এপ্রিল রাশিয়া সফরে যাবেন।