সিদ্ধান্ত ছাড়াই শেষ বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের শান্তি আলোচনা

সিদ্ধান্ত ছাড়াই শেষ বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের শান্তি আলোচনা

শেয়ার করুন

814442f85b607e3e140eaa7eacbec11a8ba5a53b

বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের জাতিগত বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি সম্মেলন শেষ হয়েছে। যদিও তেমন উল্লেখযোগ্য কোনও সিদ্ধান্ত আসেনি।

চার দিনের সম্মেলনে সরকারের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি। সম্মেলন শেষে তিনি বলেন, দীর্ঘ দিনের অশান্তির সমাধান অল্প সময়ে করা সম্ভব নয়।

এরপর আরও বৈঠক করা হবে জানিয়ে সুচি বলেন, এর মাঝেই শান্তি প্রক্রিয়ার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এখন থেকে আর কোনও সহিংসতার দিকে না যেতে বিদ্রোহীদের প্রতি আহবান জানান সুচি। কাচিন স্বাধীনতা সংগঠনের এক নেতা বলেন, আলোচনায় কোনও সুনির্দিষ্ট সমঝোতা হয়নি। তবে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

মিয়ানমারে প্রায় সাত দশক ধরে সীমান্ত প্রদেশগুলোতে চলছে জাতিগত সংখ্যালঘুদের বিদ্রোহ। তাদের দমন করে শান্তি প্রক্রিয়া তরান্বিত করতে শেষ হওয়া সম্মেলনে প্রায় ২০টি সশস্ত্র জাতিগত বিদ্রোহী সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন।