সারাবিশ্বে করোনায় সুস্থ ৯১ লাখের বেশি মানুষ

সারাবিশ্বে করোনায় সুস্থ ৯১ লাখের বেশি মানুষ

শেয়ার করুন

 

Corona free-2

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারাবিশ্বে বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৫০ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৩ লাখ ৬২ হাজার ২৬২ জন চিকিৎসাধীন এবং ৬৩ হাজার ৭৮৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯১ লাখ ১০ হাজার ২০৮ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৮ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন, ব্রাজিলে ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০, ভারতে সাত লাখ ৫২ হাজার ৩৯৩, রাশিয়ায় পাঁচ লাখ ৬২ হাজার ৩৮৪ জন, চিলিতে তিন লাখ ছয় হাজার ৮১৬, পেরুতে দুই লাখ ৪৮ হাজার ৭৪৬, ইরানে দুই লাখ ৪২ হাজার ৩৫১, মেক্সিকোতে দুই লাখ ২৭ হাজার ১৬৫, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ আট হাজার ১৪৪, পাকিস্তানে দুই লাখ আট হাজার ৩০, সৌদি আরবে দুই লাখ সাত হাজার ২৫৯, তুরস্কে দুই লাখ চার হাজার ১১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, ইতালিতে এক লাখ ৯৬ হাজার ৯৪৯, জার্মানিতে এক লাখ ৮৮ হাজার ১০০, বাংলাদেশে এক লাখ ১৫ হাজার ৩৯৭, কাতারে এক লাখ চার হাজার ১৯১, কানাডায় ৯৭ হাজার ৭৫৭ জন, ফ্রান্সে ৭৯ হাজার ৭৩৪ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৮৪০ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৪৯ হাজার ৯৬৪ জন, কুয়েতে ৫০ হাজার ৯১৯, সিঙ্গাপুরে ৪৪ হাজার ৫৮৪, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৬৯৮, মালয়েশিয়ায় আট হাজার ৫৬২ ও অস্ট্রেলিয়ায় আট হাজার ৪৪৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৫২৫ জন রোগী মারা গেছে।