সামরিক সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধবিমান কিনবে ইরান

সামরিক সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধবিমান কিনবে ইরান

শেয়ার করুন

6e7a476c6a7847f9bab3944fe12204b0_18বিশ্বসংবাদ ডেস্ক :

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির পাশাপাশি আধুনিক যুদ্ধবিমান ও সাবমেরিন কেনার পরিকল্পনা করেছে ইরান। এক ঘোষণায় একথা জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আহাদি।

শনিবার দেওয়া ওই ঘোষণায় আহাদি বলেন, তাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি, পরবর্তী-প্রজন্মের যুদ্ধবিমান ও দূর-পাল্লার যান এবং নতুন অস্ত্র ক্ষমতাসম্পন্ন সাবমেরিন কেনা।

শুক্রবার আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির ভবিষ্যত, আঞ্চলিক সংঘাত ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের এক আহবান প্রত্যাখ্যান করে ইরান। এর একদিন পরেই সামরিক সক্ষমতা বাড়ানোর এই ঘোষণা দিলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চলতি বছরের মে মাসে ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এতে করে মার্কিন নিষেধাজ্ঞার চাপে রয়েছে ইরান। তবে চুক্তির ইউরোপীয় অংশীদাররা চুক্তিটি রক্ষার চেষ্টা করছে।