সামরিক মহড়ায় অংশ নেয়ায় যুক্তরাষ্ট্রকে হুমকি উ. কোরিয়ার

সামরিক মহড়ায় অংশ নেয়ায় যুক্তরাষ্ট্রকে হুমকি উ. কোরিয়ার

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ায় যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত হানলে নির্দয় হতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কিম জং উনের দেশ।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কেসিএনএ জানায়, সামান্য পরিমাণ আঘাত আসলে স্থল, জল, নৌ ও আকাশ পথে বিধ্বংসী অস্ত্র দিয়ে শত্রুদের বিরুদ্ধে হামলা চালাবে উত্তর কোরিয়া।

সম্প্রতি, জাপান সাগরে কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র। এদিকে, দক্ষিণ কোরিয়াকে তাৎক্ষণিক আক্রমণে সক্ষম ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মানুষবিহীন অত্যাধুনিক বৃহদাকার এ ড্রোনগুলো বাতাসে ২৪ ঘণ্টাই ভেসে থাকতে সক্ষম। তাছাড়া এগুলো হেলফায়ার নামের ভয়ঙ্কর মিসাইল বহন করে। প্রয়োজনে যেকোনো স্থানে আক্রমণ চালাতেও পারে।