সাত বছর পর সিরিয়ায় আবারো দূতাবাস খুলছে আমিরাত

সাত বছর পর সিরিয়ায় আবারো দূতাবাস খুলছে আমিরাত

শেয়ার করুন

UAE's embassy in Damascus reopens.
বিশ্বসংবাদ ডেস্ক :

দীর্ঘ ৭ বছর পর সিরিয়ার রাজধানী দামাস্কতে দূতাবাস খুলেছে সংযুক্ত আরব আমিরাত।

আল-জাজিরা জানায়, ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার পর সিরিয়া থেকে দূতাবাস তুলে নেয় দেশটি। দীর্ঘ সাত বছর পর, সিরিয় সেনাবাহিনী বিদ্রোহীদের কাছ থেকে দেশটির অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করার পর দামেস্কোর ‘আবু রুমানেহ’ জেলায় অবস্থিত দূতাবাসে পুনরায় পতাকা তুললো আমিরাত। সৌদি মালিকানাধীন টিভি চ্যানেল ‘আল আরাবিয়া’ জানিয়েছে, আরবের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করতে দূতাবাস চালু’র সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত।

যদিও এর আগে সিরিয়ো সরকার বিরোধীদের পৃষ্ঠপোষকাত করে আসছিলো আমিরাত। তবে সৌদি আরব, কাতার এবং তুরস্কের তুলনায় সেই সমর্থন একটু কমই ছিলো বলে জানিয়েছে আল-জাজিরা।