সাই ইনকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার আহ্বান

সাই ইনকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার আহ্বান

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন ওয়েনকে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার না দেওয়ার আহ্বান জানিয়েছে চীন।

আগামী মাসে গুয়াতেমালা, নিকারাগুয়া ও এল সালভাদর যাওয়ার পথে, যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতির কথা রয়েছে তাইওয়ান প্রেসিডেন্টের। এ সময় তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে পারেন। তবে ওই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প শিবিরের উপদেষ্টা কমিটির একাধিক সদস্য।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করে আসছে চীন। গত শুক্রবার ট্রাম্প ও তাইওয়ানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ চীনকে ক্ষুব্ধ করে তুলেছে। যদিও তাদের এ আলাপ নিছক সৌজন্যমূলক ছিল বলে ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প শিবির।