সম্পর্ক পুনর্নির্মাণে মস্কো গেলেন এরদোয়ান

সম্পর্ক পুনর্নির্মাণে মস্কো গেলেন এরদোয়ান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে মস্কো সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গত মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন এরদোয়ান।

গত বছর সিরিয়া সীমান্তে একটি রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। রাশিয়ায় তুরস্কের পণ্য এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়।

পরে গত জুনে মস্কো জানায়, যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছেন। ওই ঘটনায় এক রুশ পাইলট নিহত হয়েছিলেন। ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনার পর থেকে পশ্চিমাদের সঙ্গে যখন সম্পর্কের টানাপড়েন চলছে, তখন পুতিনকে কাছের বন্ধু উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বললেন, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করতে চান তিনি।

সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর সংবাদ সংস্থা তাসকে এরদোয়ান বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এই সফর মাইলফলক হয়ে থাকবে। আমাদের অনেক কিছু করার আছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার করা হবে সে বিষয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই বৈঠকে।