সমস্যায় পড়তে যাচ্ছেন মার্কিন গ্রিন কার্ডধারীরা

সমস্যায় পড়তে যাচ্ছেন মার্কিন গ্রিন কার্ডধারীরা

শেয়ার করুন

lon4t1ck_statueofliberty_650_625x300_23_September_18বিশ্বসংবাদ ডেস্ক :

ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারী সুযোগ-সুবিধা পাওয়া গ্রিন কার্ডধারী বিদেশী নাগরিকরা সমস্যায় পড়তে যাচ্ছেন।

প্রস্তাবিত নতুন নীতিমালা অনুযায়ী যেসব অভিবাসীরা খাদ্য, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিচ্ছেন তারা বোঝা হিসেবে বিবেচিত হবেন এবং তাদের গ্রিন কার্ড পাওয়ার আবেদন প্রত্যাখ্যান হতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবেও যেসব বিদেশী রয়েছেন বা যেতে চান তাদের খাদ্য সহায়তা, গৃহায়ন কিংবা স্বাস্থ্যসেবা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে।

এখন যারা ভিসা চাইবেন বা স্থায়ী বসবাসের আইনগত অনুমতি চাইবেন, তাদের জন্য নতুন নীতিমালা প্রযোজ্য হবে। তবে যারা নাগরিকত্বের আবেদন করবেন তাদের জন্য প্রযোজ্য হবেনা। প্রতি বছর যুক্তরাষ্ট্রে থাকা প্রায় তিন লাখ ৮২ হাজারের বেশি মানুষ স্থায়ী বসবাসের অনুমতি পেয়ে থাকেন। আর নতুন এ নীতি তাদের ওপর প্রভাব ফেলবে।