লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহত ৬, আহত ৪৮

লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহত ৬, আহত ৪৮

শেয়ার করুন

_96339003_terror_gettyবিশ্বসংবাদ ডেস্ক :

ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই নির্বাচনের মাত্র ৪ দিন আগে আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।

শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি নিয়ে এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৬ জন। আহত ৪৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী। এর পরপরই তারা সাদা রঙের ওই ভ্যান থেকে ছুরি হাতে বেরিয়ে আসে এবং কাছের বরো মার্কেট এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালায়।_96338303_mediaitem96338300টেমস ব্রিজের দক্ষিণ দিকে ওই এলাকা রেস্তোরাঁ ও পাবের জন্য পরিচিত। সাপ্তাহিক ছুটির রাত হওয়ায় সে সময় বেশ ভিড় ছিল সেখানে। হামলা শুরুর ৮ মিনিটের মাথায় বরো মার্কেট এলাকায় ৩ হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। দায় স্বীকার না করলেও উল্লাস প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।_96339429_bridge_3d_map_v1এ ঘটনাকে হৃদয়বিদারক ও সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশেষ নিরাপত্তা বাহিনী কোবরার সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন তিনি। শোক জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। সমবেদনা জানিয়ে ব্রিটেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা।