রোহিঙ্গা নির্যাতন নিয়ে সব অভিযোগ অস্বীকার মিয়ানমার সেনাবাহিনীর

রোহিঙ্গা নির্যাতন নিয়ে সব অভিযোগ অস্বীকার মিয়ানমার সেনাবাহিনীর

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞ নিয়ে সৃষ্ট সংকটের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। তবে হত্যাযজ্ঞে নিজেদের জড়িত থাকার কোনও বিষয় উল্লেখ করেনি তারা।

মিয়ানমার সেনাবাহিনীর ওই প্রতিবেদনে বলা হয়, নিরপরাধ গ্রামবাসীদের তারা নির্যাতন করেনি, আটক বা হত্যা করেনি, এবং তাদের পালিয়ে যাওয়ার জন্য জোর করেনি।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেনাবাহিনীর এই প্রতিবেদনকে চোখে ধুলা দেয়ার চেষ্টা বলে উল্লেখ করেছে। তারা জাতিসংঘের তদন্ত কমিটিকে ওই অঞ্চলে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়ার জন্য আহ্বান জানান।

দেশটির সেনাবাহিনী জানায়, রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসীরাই গ্রামবাসীদের বাড়িতে আগুন দেয় এবং তাদের ভয়েই পালিয়ে যেতে বাধ্য হয় গ্রামবাসীরা। জবাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে, রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনী কোনো দায় স্বীকার করবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেই এই সংকট সমাধানে এগিয়ে আসতে হবে।