রোহিঙ্গা নিধন অব্যাহত, কোনও পদক্ষেপ নেয়নি মিয়ানমার: যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা নিধন অব্যাহত, কোনও পদক্ষেপ নেয়নি মিয়ানমার: যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

রোহিঙ্গাবিশ্বসংবাদ ডেস্ক :

আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপ উপেক্ষা করে রাখাইনে এখনও রোহিঙ্গা নিপীড়ন চালিয়ে যাচ্ছে মিয়ানমার বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত স্যাম ব্রাউনব্যাক। এতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র সমালোচনা সত্ত্বেও মিয়ানমারে কোনও দৃঢ পদক্ষেপ নেয়নি।

গত বছরের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা।

এছাড়া দেশটিতে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার রাজনৈতিক বন্দির মধ্যে অনেকেই ধর্মীয় কারণে আটক বলে প্রতিবেনে দাবি করা হয়। শুধু তাই নয়, চীনে উইগুর মুসলিমদের ওপর নিপীড়নের কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।