রোহিঙ্গা ইস্যু: আইসিসিকে দ্রুত তদন্তের আহবান জাতিসংঘের

রোহিঙ্গা ইস্যু: আইসিসিকে দ্রুত তদন্তের আহবান জাতিসংঘের

শেয়ার করুন

3500বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা নির্যাতনের ঘটনার দ্রুত তদন্ত শুরু করতে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং, আইসিসি’র প্রসিকিউটর ফাতো বেনসুদাকে এই আহ্বান জানান।

আদামা বলেন, আইসিসির প্রি-ট্রাইব্যুনাল চেম্বারের নেওয়া সিদ্ধান্ত রোহিঙ্গাদের উপর করা বিভিন্ন অত্যাচারে ন্যায়বিচার পাওয়ার সুযোগ করে দেবে। এ বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গত ৬ সেপ্টেম্বর আইসিসির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের জোর করে বিতাড়ন মানবতাবিরোধী অপরাধ এবং তারা এই বিষয়টি খতিয়ে দেখবে। আদামা এক বিবৃতিতে বলেন, মিয়ানমারকে বুঝতে হবে যারা এই ধরনের অপরাধ করে তাদের জন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু নেই।

গত ৬ সেপ্টেম্বর আইসিসির প্রি-ট্রায়াল চেম্বারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আদামা বলেন, রোহিঙ্গাদের নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি হতে হবে।