রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আরও ১৫ কোটি ৬০ লাখ ডলার সহায়তা

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আরও ১৫ কোটি ৬০ লাখ ডলার সহায়তা

শেয়ার করুন

রোহিঙ্গাবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে আরও ১৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা ১৩১১ কোটি ৬২ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মিয়ানমার বিষয়ে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে  এই ঘোষণা দেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

নিক্কি হ্যালি বলেন, মিয়ানমার ও বাংলাদেশে বিতাড়িত মানুষ, শরণার্থী ও আশ্রয়দাতাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তায় শীর্ষ দাতা হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমার ও বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আরও অনেক কিছু করা প্রয়োজন, তাই অন্য দেশগুলোরও নিজেদের দায়িত্ব পালন করা দরকার। দরকার।’

তিনি বলেন, নতুন বরাদ্দের মধ্যে বাংলাদেশের থাকা রোহিঙ্গা ও স্থানীয় লোকজনের জন্য ১৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রয়েছে। সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও মানসিক সমর্থনসহ মারাত্মক জরুরি সেবায় এই অর্থ ব্যয় করা হবে।

নতুন এই মার্কিন সহায়তার মাধ্যমে গত বছরের আগস্ট মাস থেকে এই মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো ৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারে।