রোহিঙ্গাদের এলাকায় জাতিসংঘ দূতকে প্রবেশে বাধা

রোহিঙ্গাদের এলাকায় জাতিসংঘ দূতকে প্রবেশে বাধা

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

নিরাপত্তা শঙ্কার দাবি করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াঙ লি-কে রাখাইন প্রদেশের কিছু গ্রামে প্রবেশ করতে দেয়নি মিয়ানমার।

দেশটির সেনাবাহিনীর বর্বরতার পর আন্তর্জাতিক মহলের চাপের মুখে জাতিসংঘের দূতকে কয়েকটি এলাকা ঘুরে দেখার অনুমতি দেয় সরকার। কিন্তু যেসব এলাকায় বেশি নিধন চালানো হয়েছে সেখানে তাকে যেতে দেয়া হয়নি। একইসঙ্গে ইয়াঙ লি-কে শুধুমাত্র অনুমোদিত কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়।

মিয়ানমারে ১২ দিনের সফরের মধ্যে রাখাইন রাজ্যে তিন দিন থাকতে পেরেছেন লি। রোহিঙ্গা গ্রাম ছাড়াও হামলার শিকার হওয়ার সীমান্ত ফাঁড়ি এবং একটি কারাগার পরিদর্শন করেন তিনি। গত শুক্রবার লি রোহিঙ্গা অধ্যুষিত এলাকার পার্শ্ববর্তী শহর সিতের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, মুসলিম রাষ্ট্রগুলোর সংস্থা অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কো-অপারেশন-ওআইসি রোহিঙ্গা সংকট নিয়ে মন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক আহবান করেছে। আগামী বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।