রোববার তুরস্কে আলোচিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন

রোববার তুরস্কে আলোচিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন

শেয়ার করুন

_102157637_erdgettyrally21jun18বিশ্বসংবাদ ডেস্ক :

আগামীকাল রোববার তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।

এ নির্বাচনে ক্ষমতাসীন একে পার্টি থেকে প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২০০৩ সাল থেকে তুরস্ক শাসন করে আসা এরদোয়ান এবারের নির্বাচনেও নিজেকে বিজয়ী দেখতে চান। প্রেসিডেন্ট পদে এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলাহাতিন ডেমিরতাস। নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়েছে দেশের দুই প্রধান বিরোধী দল বামপন্থী রিপাবলিকান পিপল’স পার্টি ও ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি।
_102157635_turkeycrowdchpepa21jun18
রোববারের নির্বাচনে নির্বাচনে প্রেসিডেন্টের পাশাপাশি পার্লামেন্টের ৬শ আসনের প্রতিনিধি নির্বাচন করবে তুরস্কের জনগন। ২০০৭ সালে তুরস্কের সংবিধান সংশোধন করা হয়। পরিবর্তিত সংবিধান অনুযায়ী, তুরস্কের জনগণ প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছে। এবারের নির্বাচনে কুর্দি ভোটাররা প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।