রাষ্ট্রীয় মর্যাদায় ক্যাপিটাল হিলে রাখা হবে সিনিয়র বুশের মৃতদেহ

রাষ্ট্রীয় মর্যাদায় ক্যাপিটাল হিলে রাখা হবে সিনিয়র বুশের মৃতদেহ

শেয়ার করুন

_104575620_gorbie

বিশ্বসংবাদ ডেস্ক :

আগামী সপ্তাহে জাতীয় শোক দিবসের ঠিক আগের দিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ওয়াশিংটনের ক্যপিটল হিলে রাখা হবে প্রেসিডেন্ট সিনিয়র বুশের মৃতদেহ।

শুক্রবার টেক্সাসের হিউস্টনে শেষ নিশ্বা:স ত্যাগ করেন ৯৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন তিনি।

পার্কিনসন্স রোগে ভুগছিলেন তিনি। রক্তে সংক্রমণ নিয়ে এপ্রিলে হাসপাতালে ভর্তি হন বুশ। প্রেসিডেন্টের বিশেষ বিমানে করে হিউস্টন থেকে ওয়াশিংটন ডিসিতে আনা হবে তাঁর মরদেহ।বুধবার ক্যপিটল হিলে সর্বধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে সিনিয়র বুশের মরদেহ। টেক্সাসে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী চত্তরে স্ত্রী বারবারা বুশের পাশে সমাহিত করা হবে তাঁকে।৭ মাস আগে মারা যান বারবারা বুশ।