রাশিয়ার মেট্রো ট্রেনে হামলার ঘটনায় মধ্য এশীয় তরুণ জড়িত!

রাশিয়ার মেট্রো ট্রেনে হামলার ঘটনায় মধ্য এশীয় তরুণ জড়িত!

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেট্রো ট্রেনে বোমা বিস্ফারণ ঘটিয়ে ১১ জনকে হত্যার ঘটনায় মধ্য এশীয় এক তরুণকে সন্দেহ করা হচ্ছে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

সোমবার দুপুরে সেনায়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে মেট্রো টানেলে বিস্ফোরণের ওই ঘটনায় আরও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। ওই ঘটনার পরপরই আরেকটি স্টেশনে বিস্ফোরক পাওয়া যায়, যা পরে নিষ্ক্রিয় করা হয়।

বিবিসি জানিয়েছে, মেট্রো ট্রেনে বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য এক তরুণকে সন্দেহ করা হলেও তিনি আত্মঘাতী হামলাকারী ছিলেন কি না- সে বিষয়ে পরস্পরবিরোধী তথ্য এসেছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ২৩ বছর বয়সী মধ্য এশীয় যে তরুণকে এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গে ইসলামী জঙ্গিবাদের যোগাযোগ আছে।  ওই তরুণ নিজেও বিস্ফোরণে নিহত হয়েছেন এবং তার দেহাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে। তবে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছে সেন্ট পিটার্সবুর্গ কর্তৃপক্ষ।